জীবনের জংগুলো আনমনে বসে
মুছা কি এতই সোজা ধারাপাত কষে?
কোথা থেকে ধরে হাল কোথা হয় শেষ
কোথা গিয়ে পায় দেখা আলোকের রেশ।
কোমরে আঁচল বেঁধে ঝাড়পোছ শুরু
অজানাতে হাতরায় বুক দুরু দুরু।
কালিনীর জীবনে তো হারাবার ভয়
অপলক দেখে চেয়ে জীবনের ক্ষয়।
নিজেকে বিলিয়ে দিয়ে চায় শুধু ভালো
অন্ধকারে দেয় উঁকি হতাশার কালো।
মোমবাতি জ্বলে পুড়ে আলো দিয়ে যায়
সুতা মোমে হলে এক কেহ নাহি চায়।
এতটুকু জীবনের এতটুকু আশা
বুজে চোখ সমাহিত অন্তরের ভাষা।
বিঃদ্রঃ-অনেকদিন পর আবার একটু লিখার ফুরসত পেলাম।