কিছু মানুষ আছে ভবে
চতুরতায় জবর,
পড়লে দু’ঘা নিজের পিঠে
খুঁড়ে অন্যের কবর।
শৃগালদেরও যায় ডিঙিয়ে
মানবতায় তালা,
লোলুপ জিহ্বা দেয় ঝুলিয়ে
সামনে রেখে থালা।
দুয়ে দুয়ে মিলাতে চার
বেজোড় সংখ্যা খুঁজে
নয়ে ছয়ে কুটুম্বিতা
আয়েশে চোখ বুজে।
হম্বি- তম্বি খুনের কুটুম
আদি থেকে পাওয়া,
মুখে কুলুপ আটে কভু
করতে পূরণ চাওয়া।
মদির নেশায় বিবেক অন্ধ
মোহে বন্দী দেহ,
হাত তুলো ভাই এমন মানুষ
দেখেছ কি কেহ!
দেয়না ক্ষান্ত থাকতে জীবন
চড়কি নাচন নাচে,
পাকা ধানে মই দিয়ে তাই
সারাজীবন বাঁচে।