মামদো ভূতের ছাও
চালচলনে হন্বিতম্বি
কোলা ব্যাঙের ছাও।

মামদো ভূতের ছাও
ছুঁচোর মতো স্বভাব তোদের
করিস ফুটো নাও।

মামদো ভূতের ছাও
মামুর জোরে বাহাদুরি
পড়লে ফান্দে ম্যাঁও।

মামদো ভূতের ছাও
ডিএনএ  টেষ্ট করবো তোদের
করিস না এক রাও।

মামদো ভূতের ছাও
ইচ্ছে করে মারি আছাড়
ভাঙ্গি তোদের পাও।

মামদো ভূতের ছাও
ক্ষেপলে জানিস আমজনতা
ভুলবি শ্বাসের বাও।

মামদো ভূতের ছাও
থাকতে সময় মানুষ হ রে
নইলে ছাড়বি গাঁও।


উৎসর্গ :- নবাগত কবি কাজী দিলুকে। উনার বিশেষ উত্সাহে, উনি এবং সম্মানিত কবি সঞ্জয় কর্মকারের মত আমিও লিখে ফেললাম ‘মামদো ভূতের ছাও।’ যদিও উনাদের মত ভালো করে ঠিক ফোটাতে পারিনি। তারপরেও চেষ্টা করতে হাল ছাড়িনি।