অনেক অনেক ভালোবাসি মাগো তোমায় আমি,
সেই কথাটি বলতে মুখে বাঁধে কেমন জানি।
তাইতো আজি বলবো তোমায় কবিতায় ও ছন্দে,
শুনে কি মা হবে খুশী বুক ভরা আনন্দে?
দশ মাস দশ দিন গর্ভে রাখা নয় তো সোজা কথা,
প্রসবকালে হাসি মুখে সয়েছো সব ব্যাথা।
আমিও যে মা হয়েছি কি যে মরণ কষ্ট,
তাই তো সকল মায়েরা’ই হয় যে সর্বশ্রেষ্ঠ।
দিনে- রাতে দুগ্ধ খাইয়ে করেছো হায় পুষ্ট,
আমার জন্য কত নিশির ঘুম হয়েছে নষ্ট।
একে একে সাতটি ভাই বোন এলাম তোমার কোলে,
আদর সোহাগ যত্ন করে রাখলে আঁচল তলে।
জন্ম আমার ধন্য হলো তোমায় পেলুম বলে,
বেহেস্ত যে মোর জানি মাগো তোমার পায়ের তলে।
রবের কাছে হাত তুলে চাই তোমার সুখ ও শান্তি,
যত জীবন বাঁচবে মাগো থাক দূরে সব ক্লান্তি।
ঈমান যেনো সর্বদা’ই থাকে তোমার বুকে,
যাবার সময় আসলে যেনো কালমা থাকে মুখে।
রব গো আমার দোয়া তুমি কবুল করে নিও,
আমার মায়ের জীবন মরণ পুণ্যে ভরে দিও।
বিঃদ্রঃ- মাকে কখনো মুখ ফুটে বলা হয়নি যে তাকে কতটা ভালোবাসি। তাই তারই উদ্দেশ্যে আজ আমার এই ছোট্ট প্রয়াস।