জনগণে মেরে কুড়োল
ঢেঁকুর যারা তুলো,
তৃপ্তি রাণী ক্ষণস্থায়ী
কেমনে হও মন ভুলো?

ফুরুৎ করে যাবে যেদিন
যমের দেশে চলে,
তখন কি কেউ চিনবে তোমায়
রাখবে কি হাত গলে?

যাদের নাড়ায় ঘুরাচ্ছো ঘাড়
পুতুল পুতুল খেলায়,
হিসাব-নিকাশ বুঝে নিতে
পাবেনা শেষ বেলায়।

হাতের কড়ে গুনে গুনে
আখের গোছাও যারা,
ভেবেও দেখোনা কভু
পড়বে গরীব মারা।

লকডাউনের চরম বেলায়
ভেটকী মারে হাঁড়ি,
জটলা বেঁধে ঠায় বসে রয়
যায় পুড়ে যাক নাড়ী।

অনাহারে মরছে নিত্য
করোনা বেটা-ই ভূত,
লকডাউনের পট্টি পরে
ভুঁড়ি ভোজনে পুত।