শুভাকাঙ্ক্ষী সই- লেখা লেখি নয়কো সোজা
মানতে হয় যে রীতি,
নিয়ম কানুন মেনে লিখো
পাবে সুনাম খ্যাতি।
আমি- মনের কথা লিখবো সইগো
কিসের নিয়ম নীতি?
এসবের ধার ধারলে যে হায়
থামবে লিখার গতি।
শুভাকাঙ্ক্ষী সই- শব্দ ভান্ডার থাকতে হবে
পাহাড় সমান উঁচু ,
দাঁতভাঙ্গা সব শব্দ লিখো
ভক্ত নিবে পিছু।
আমি- ভান্ডার আমার খুবই দূর্বল
শব্দ নাই ঝুলিতে,
যা জানি তা দিয়ে মিটাই
দুধের স্বাদ ঘোলেতে।