হিংসা ☕️  
                    
হিংসার সাথে ঘরবসতি।            
হিংসা পোষে রয়,                        
অন্যের ভালো শুনলে পরে
অন্তর ভষ্ম হয়।

      অহংকার ☕️
অহংকার ই পতনের মূল
সবাই সেটা জানে,
তারপরেও জেদী চিত্ত
অহং ধরে টানে।

          লোভ ☕️
লোভে যে পাপ পাপে মৃত্যু
গুণীজনে কয়,
তবুও তো লোভের বাক্সে
সদা বন্দী রয়।

          পাপ ☕️
পাপের যে নাই কোনো মাই বাপ
পাপেই জীবন গড়ে,
পাপের গায়ে হেলান দিয়ে
পুণ্যি খুঁজে মরে।

          মৃত্যু ☕️
জন্মিলে এই পৃথিবীতে,মরিতে যে হয়
চিরসত্য সেই কথাটি কেমনে ভুলে রয়!
বিনা পয়সায় রিটার্ন টিকেট সবার আছে কাটা
কোন তারিখের কোন দিনেতে যাবেনা তা ঘাটা।
গায়েব শুধু তিনি জানেন, যিনি মোদের রব
প্রতিদিনই আখেরীদিন, তৈরী থাকি সব।