নামের সাথে আছি মিশে
দারুণ মজার তরকারি,
কোরমা পোলাও চায়না পাতে
আমিই যে ভাই দরকারি।
করতে সাধের যতন আত্তি
হাতখানে হয় চুলকানি,
তবু কেউ কেউ বাসে ভালো
স্বাদটাই সবার মূল জানি।
পুরুষ নারী কেহো কেহো
আমার স্বাদে পাগল ঠিক,
কেউবা আবার মুখ বাঁকিয়ে
বলে তোরে জানাই ধিক।
নামের সাথে আছি মিশে
দারুণ মজার তরকারি
সবার কাছে প্রশ্ন আমার
কইন চাইন দেহি নামটা কী?
বিঃদ্র :- অনেকদিন পর আবার ধাঁধার কবিতা নিয়ে আসার ইচ্ছা জাগলো। শুধুমাত্র রুচি পরিবর্তন করতে।আমার মত কে কে দ্বিধা- দ্বন্দ্বে ভুগছেন দয়া করে হাত তুলুন।😁