ক - কহে “কালি কোথায়? করবো কুলকুচা,”
খ - খালি খাবি খায়, খেয়ে খাতায় খুঁচা,
গ - গেলো গ্রামে- গঞ্জে, গড়িয়ে গাড়িতে গরুর,
ঘ - ঘুরে ঘোড়ার ঘাড়ে, ঘড়ির ঘন্টাতে ঘনঘোর।
ঘনঘোর- মেঘাচ্ছন্ন
বিঃ দ্রঃ- জানিনা এভাবে পূর্বে কেউ লিখেছেন কি না। তবে আমি ভিন্ন ধরনের অনু কাব্য উপহার দেয়ার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। কোন পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। অনেক ধন্যবাদ।