যাচ্ছে যে দিন জাবর কেটে
চক্ষু বুজে আয়েশেতে,
কান দু’খানা অবসরে
নাকটি আছে ঘ্রাণে মেতে।

দাদার জমি বাপের বাড়ি
নগদ আছে কাঁড়ি কাঁড়ি,
ষাটের দরজা পার হলেও
পিছন পিছন ঘুরে নারী।

ধরার সকল নোংরা মাটি
পায়না ছোঁয়া পায়ের চটি,
স্কন্ধে চড়ে বাবুগিরি
জিহ্বাখানা দা ও বটি।

পাওয়ার নেশায় মত্ত সদা
লাভ- লোকসানের হিসাব কড়া
পৃথীবিটা করে উজাড়
রাখে পূর্ণ নিজের ঘড়া।