নিজেকে আজ বেড়াই খুঁজে
সময়ের ঐ খাতায়,
মেনেছি হার ধরার বুকে
নেই পরিচয় পাতায়।
গেছে মুছে আগলে রাখা
রঙীন কিছু আশা,
বৈরী হাওয়া ঝেড়ে আঁচল
দেয় ঢেলে বিষ খাসা।
দেহের খাঁচায় মুমূর্ষু ঐ
আত্মা নামের বাঁধন
খুয়েছে তার স্বাধীনতা
করেনা আর সাধন।
সোনালি দিন পিছন ফেলে
ধুসর বনে বসে
কাটাই বেলা পানসে হাওয়ায়
ঝরছে আয়ু খসে।
দিনান্তে চাই করতে স্মরণ
ঝাপসা দিনের কায়া
মন বাতায়ন চায়না খুলতে
মাড়ায়না তার ছায়া।
কাগজ কলম আছে সবই
নাইযে আখর জানা,
লিখতে গেলে উল্টে দোয়াত
শূন্যতা দেয় হানা।
চোরাবালি সময় মাঝে
পড়ছে জীবন চুয়ে
গোছানোর কি পাব তাগিদ
ভাবি মাথা নুয়ে।
আদম দেহ তৈরী মাটির
মাটি খাবে গিলে,
যাবে মিশে মাটির কোলে
পাবেনা ডাক দিলে।