জলে আছে জলের কন্যা
আসমানেতে পরী,
সুন্দরবনে জাল ছুঁড়ে ভাই
সোনার হরিণ ধরি।
কল্পরাজ্যে বসত করে
বাঁচার রসদ খুঁজি,
উপদেশের বাণীগুলোয়
কানে তুলো গুঁজি।
রংধনুর রঙ করে ধারণ
মেঘালয়ে ঘুরি,
পৃথিবীর ঐ গোলক ধাঁধায়
বেতাল মনে উড়ি।
কান পেতে তাই সমীরণে
‘বিষের বাঁশি’ শুনি,
অনাগত ভোরের আশায়
রাতের তারা গুনি।
আমার আমি চিমটি কেটে
বলে বিবেক জাগাও,
দিবা স্বপ্ন ঝেড়ে ফেলে
তাকত কাজে লাগাও।