পান্তাভাতে শুকনো লংকা
ইলিশ ভাসে জলে,
কে যায় গো কলসী কাঁখে
স্মৃতির মলাট দলে?
চুপ পাহাড়ে ডুব সাগরে
অস্তাচলে রবি,
চন্দ্র সে তো উঠে হেসে
ঝিলিক মারে সবি।
জোনাক জ্বলে নিশি কালে
ডাকে ঝিঁঝিঁ পোকা,
বাঁশের ঝাড়ে ঘ্যাঙর ডাকে
ধেড়ে ব্যাঙটির খোকা।
রাত-দুপুরে ঘাপটি মেরে
খেলে শৃগাল জাঁতি,
কালের ঘড়ায় উইয়ের ঢিবি
নম্র কূপের বাতি ।
শুকনো আঁচল সিক্ত ছোঁয়া
বিশ্বাসে নেয় ধারা
কাঁদতে নারি মনোহারী
সাধের ভূবন হারা।