বুক সাগরে কথার ভেলা
ছলাৎ করে উঠে,
পাছে লোকে কিছু বলে
তাই ফোটেনা ঠোঁটে।

হঠাৎ কিছু দামাল ছেলে
বৈরী বাতাস ঠেলে,
কথার ভেলায় পাল তুলে দেয়
কন্ঠে দৃপ্ত ঢেলে।

ঠিক তখনই হিড়িক পড়ে
কাদা ছুড়াছুড়ির,
পিছন পিছন যায় ছুটে সব
নাটাই ছাড়া ঘুড়ির।

মন দিয়ে তা শুনেনা কেউ
মন খেয়েছে গিলে,
কান দিয়ে কি শুনবে বলো!
কান নিয়েছে চিলে।