জীবন থেকে যৌবন যদি
হারাই অবহেলায়,
কিসের দাপট দেখাব হায়
পৌড়ত্বের শেষ বেলায়।
দেহ ঘড়ি রইবে পড়ে
খোলামকুচির মতো,
সাধ্যের অতীত ফিরে পাওয়া
যে দিন হবে গত।
ধুসর চোখে রঙীন জগত
দেখব সাদা-কালো,
বিবর্ণতায় থাকবে মোড়া
দেবেনা কাজ আলো।
কেন রে মন কিসের নেশায়
রেখে যৌবন বাজি,
মাঝ নদীতে দাও ভাসিয়ে
বৈঠা ছাড়া মাঝি!