দেওয়ালেতে বেড়ে উঠা জলজের জালি
নিরোধের জলে যদি ধুয়ে মুছে যায়
মনের বিলাসে সদা ঘুর্ণিপাক খায়
মিশে থেকে তবু কিছু রোষ ঝরা কালি।
সময়ের স্থবিরতা দিয়ে হাত তালি
কুঁজো হয়ে রয় পড়ে, ফুরোতে না চায়
আঁধারের দ্বারে ঘুটে হাঁটি হাঁটি পায়
কপোলেতে রেখে দিয়ে জনমের গালি।


অম্বরে চমকানো ঐ অশনির আলো
জীবন পত্রে ছড়ায় সুখের আয়েশ
জঠরেতে লিখে রেখে জননীর ঋণ।
বারিষাতে ভিজে মন কাটে দিন ভালো
গোধূলীর রঙে রাঙে বাঁচার খায়েশ,
হাসিমুখে তবু হয় শেষেতে বিলীন।

পেত্রার্কীয় সনেট
অক্ষরবৃত্ত ছন্দ ৮এবং৬
পর্ব বিন্যাস ৮এবং ৬
কখখক কখখক গঘঙ গঘঙ


বিঃদ্রঃ- বড় ইচ্ছা ছিল এটাকে সনেটে আখ্যায়িত করি, কিন্তু সাহসে কুলোয়নি। সম্মানিত কবিদের কাছে এটা কি সনেট হয়েছে নাকি কমতি আছে দয়া করে জানানোর জন্য অনুরোধ রইল, অনেক অনেক ধন্যবাদ।