জং ধরেছে সচল চাকায়
যায়না চোখে দেখা,
ঠেলার নাম-ই বাবাজি ভাই
গুণী থেকে শেখা।
ঠেলবে টা কে বলি শুনি!
কারো আকল মন্দ,
‘জ্বী হুজুরে’ দেশ ছেয়েছে
সত্য জবান বন্ধ।
নাটক দিয়ে হয় যে শুরু
চলচ্চিত্রে ইতি,
সত্য কাহন ঢাকতে গিয়ে
হত্যা করে নীতি।
ইঁচড়ে পাকা ছেলে-মেয়ে
চলে মামুর জোরে,
কাঁচা টাকার গরমে তাই
ডুবে নেশার ঘোরে।