সাগরের বিশালতা হাতছানি দেয়,
অপরূপ রূপখানি মন কেড়ে নেয়,
তটিনীর ঢেউ যদি দিত ধুয়ে পাপ
পৃথিবীতে থাকতোনা কোনো অভিশাপ।
সাদা-কালো, উঁচু-নীচু মানুষের মন
যেত মিশে এক হয়ে, হতো সেরা ধন।
আলো আর আঁধারের কেরামতি খেল
নিরবে চুপসে যেত, মারতোনা তেল,
বাড়ি ঘরে চলতোনা সিনেমার পাঠ
কাঠ-খড় পুড়াতোনা সময়ের ঘাট।
আবিলতা যেত মুছে মরতোনা ধুকে
অনাবিল শান্তি হতো পৃথিবীর বুকে।