দুঃখের সাথে নিত্য নতুন কত প্রাণের বসত,
আমরা সেথায় বিলাসিতায় সাজাই মনের আড়ত।
নুন আনতে যে পান্তা ফুরোয় কত জনের দেখো,
মোদের ঘরে ভুঁড়ি ভোজের অঢেল সমারোহ।
পেটের ক্ষুধার চেয়ে মোদের চোখের ক্ষুধা বড়,
অপচয়ের ধার ধারিনা বড়াই করি জড়ো।
এক বেলারই মেন্যুতে যে কত বাহারের পদ,
তবু মুখে নাই গো রুচি হজম হয়ে যায় বদ।
লোক দেখানো মিছে বড়াই যদি যেতাম ভুলে,
অনাহারীর মুখে খাবার যদি দিতাম তুলে।
লাঘব হতো কিছু আকাল লাগতো কত ভালো,
বাংলা মায়ের দিকে দিকে ঝিলিক দিতো আলো।