বিশ্বজুড়ে চলছে আকাল
চতুর্দিকে আকাল,
বুদ্ধি মশাই গেছেন ফেলে
করে অন্তর মাকাল।
ধনী-গরিব সব দেশেতেই
দামের উর্দ্ধগতি,
কুটনি বুড়ি খাচ্ছে খাবি
করেনা তায় নতি।
পেটুক বাবু আছেন জেঁকে
বুঝেন না ক্ষয়-ক্ষতি,
বিনা তেলে রাঁধতে হবে
দিলেন হুকুম পতি।
স্বার্থ বিবি কোমর বেঁধে
আছেন তক্কে-তক্কে,
সুযোগ বুঝে জমান পাড়ি
দল ভারিদের পক্ষে।
লিপ্সা বেগম জবর চালাক
কথায় মধু ঝরে,
হুকুম বিনে বসত করেন
ছোট্ট হৃদের ঘরে।
এসব দেখে জীবন ভায়া
খুয়েছেন তার মতি,
হতভম্ব হয়ে ভাবেন
কি যে হবে গতি!