জীবনের আলপথে হাঁটি আনমনে
সকালের সোনারোদ উঁকি দেয় ক্ষণে,
টুকি-টাকি, জোড়া-তালি, সুঁই দাগা দিয়ে
কারুকাজ চলে তবু সরলতা পিয়ে।
পিপাসার সীমানায় মাথা যেই ঠেকে
হাতছানি দেয় মরু মরিচীকা রেখে,
দোটানায় পড়ে মন, বিবেক জাগায়
আলোকিত অন্ধকার, লটকে তাগায়।


বারোমাসি সহজাত মনের ডানায়
তড়পানো বুকখানি আঁকুতি জানায়,
কুলকুচা করে প্রাণ কালোকে তাড়ায়
হাসি মুখে তুলে মাথা আলোতে দাঁড়ায়।
জীবনের আলপথে হেঁটে আনমনে
এইভাবে কাটে ক্ষণ প্রতিদিন রণে।


বিঃদ্র সীতাকুন্ডের আগুনে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়ে নির্মম কষ্ট সহ্য করছেন তাদের উদ্দেশ্যে নিবেদিত।