জাতের গরু মাঠে জোয়ান
জাতের কাঁঠাল গাছে,
জাতের মানুষ কিসে ভালো
কী কী গুণ তার আছে?
জাত দেখে তো দেয়না কেউ ভাত
আক্কেল থাকা লাগে,
জন্ম যদি হয় ও জাতে
স্বভাব দেখে আগে।
জাত ধুয়ে কি পানি খাওয়া
যাবে যথাতথা?
জাতের সাথে স্বভাব জবর
সেটাই মোদ্দা কথা।
তবেই হবে কবজ রক্ষা
থাকবে মাথা উঁচু,
মিলেমিশে থাকবে সবাই
বলবেনা কেউ নিচু।