শব্দ করে কান্না করা ভুলে গেছি কবে,
হাজার কষ্ট বুকে চেপে হেসে চলি ভবে।
নিঃশব্দের ঐ কান্না গুলো বুকের মধ্যে ধুকে,
নোনা জলের নদী হয়ে সাগর তটে চুকে।

সুখে আছি’র ভাবটা থাকে মুখের মধ্যে ফোটে,
সর্বদা এক মাপা হাসি লেপ্টে রাখি ঠোঁটে।
ছল-চাতুরী সব বুঝি তাও বুঝতে দিইনা কিছু,
ভুলে যদি আওয়াজ তুলি ছাড়বেনা কেউ পিছু।

মন্দ লাগলে বলতে যে নেই পাছে লোকে আড়ে,
পরের দোষের শাস্তি গুলো সব তুলে নেই ঘাড়ে।
মুখের মধ্যে আটলে কুলুপ সবাই ভালো বলে,
এই আশাতে মুখ খুলিনা যাচ্ছে জীবন চলে।



বিঃদ্রঃ- পৃথিবীতে এমন অনেক মানুষ আছে, (নারী অথবা পুরুষ) যাদের নিজেদের জীবন নিজেদের কাছেই বোঝা হয়ে দাঁড়িয়েছে। না পারছে বইতে না পারছে ঝেড়ে ফেলে দিতে। আমার আজকের লেখাটি তাদের উদ্দেশ্যে লিখা।