মুসলমানের ঘরে জন্ম নিলেই, মুসলমান হওয়া যায়না
প্রিয় রাসূলকে ভালোবাসা বিনা, ঈমান যে পূর্ণ হয়না,
প্রিয় হাবিবের উম্মত হয়েও কতই না বোকা আমরা,
যুগ যুগান্তরে যাচ্ছেই দিয়ে ধোঁকা, কাফের মুশরিকরা।
তবু আমাদের নড়েনা টনক খেয়েছি বেহুঁশের গুলি
হুঁশে বেহুঁশে মাতাল হয়ে বিপথে কখনো যাই চলি,
বন্ধু তারা কভু নাহি হবে, করলে রাসূলকে অসম্মান
তাহারি তরে বিলাবোই প্রাণটা সইবোনা তাঁর অপমান।
মুখাপেক্ষী নন যে তিনি, সমর্থনের নয় প্রয়োজন
শাফায়াতের আশায় তাকে ভালোবাসি হে জনগণ,
বিশ্বের সব মুমিনরা আজ জেগে উঠি গা ঝাড়া দিয়ে
হাউজে কাউসারের পানির জন্য ঈমানটা যাই বাঁচিয়ে।
তা না হলে রোজ হাশরে থাকবেনা তো কোনোই সম্বল
আল্লাহর রহমত আর রাসূলের শাফায়াত বিনা
কাজ দিবেনা কোনও আমল।