স্থিরতা আজ নাই যে মনে, উড়নচন্ডি ভাব
থাকলে ডানা দিতাম উড়াল আজীবনের খাব।
সুরমার জলে নাও ভাসিয়ে দেখতাম সূর্যের ডুব
মাঝিমাল্লার ভাটি গানে মন যে টানে খুব।
সবুজ-শ্যামল প্রকৃতি আজ স্বপ্নেরও অতীত
চারদেয়ালের বন্দী দশা দিচ্ছে নেড়ে ভিত।
পশু পাখি মুক্ত ঘুরে বন্দী আদমজাত
তবুও তো ফিরেনা হুঁশ হয়ে কুপোকাত।