ফেইসবুকে নামজারি হাতে গণা কদিনের,
হিমশিম খাই ভেবে দুনিয়াটা যে দুদিনের।
হিসেবে নিকেশ কষি ভাবিনি তো অল্প,
বলি শুনো কর্ণ পেতে হুজুগের গল্প।
হেসে কেঁদে এসে যদি বলি আমি হাই,
লাইক,কমেন্ট আর শেয়ারের জুড়ি মেলা দায়।
আসে যদি কোনো কথা আখেরের স্বার্থে,
কখনো হয়না সময় লেখাগুলো পড়তে।
উপদেশ আদেশগুলো দেই হেসে উড়িয়ে,
দ্রুতবেগে স্কিপ করি মাথা নেই ঘুরিয়ে।
সময়ের ঘুঁটনিতে আজ বিবেক যে বেঁচারা,
খুঁইয়েছে যথা তথা চিরন্তন চেহারা।
আসল নকল গুলে কই কথা অকপটে,
সত্যটা আজ তলানিতে মিথ্যার দাপটে।
দেখেছি হিমঘরে সেই আদি যুগ থেকে
মিথ্যা বলছি না ভাই বলোনাকো হুজুগে।