জন্মে মুখে তুষ্টি নাই
মরতে কারো স্পৃহা নাই,
হাসতে গেলে রুদ্ধ নাই
কানতে কোন ব্রীড়া নাই,
সুখে যে আর খুশী নাই
দুঃখের মাঝে কষ্ট নাই,
ধনীর বিত্তের কমতি নাই
গরীবের তো হর্ষ নাই,
হৃষ্টের পুষ্টির অভাব নাই
শীর্ণের বাঁচার আশা নাই,
চলার পথে সাহস নাই
বলার কালে তমিজ নাই,
লিখার মধ্যে লেবাস নাই
পড়ার সময় ধৈর্য্য নাই,
আলোর ছটায় জ্যোতি নাই
আঁধারের সেই দ্রবণ নাই,
মনের কোণে শান্তি নাই
প্রাণের সনে আত্মা নাই,
ঘরের ভিতর ঐক্য নাই
বাইরে গেলে জীবন নাই,
ভালোবাসায় পূণ্যি নাই
ঘৃণার কভু ইতি নাই,
সত্য কথায় অন্ন নাই
মিথ্যার ঝুলি খালি নাই,
চতুর্দিকে কেবল নাই
          শুধু,
একটা জিনিস আছে ভাই
সবার মাঝে পাবে তাই,
আমিও যে বাকি নাই
খুঁজে দেখো বলে যাই,
হৃদয় পোড়ার গন্ধ পাই।