হৃদয় পাত্র এতই কি সস্তা পড়বে ভেঙে দাপটে?
আদর করে পুষেছি তাকে সাহসী এই বুকটাতে।
হৃদয় পাত্র পড়েনা উপচে অধিক কথার তোড়জোড়ে
সযতনে রাখা যে আছে বুকের ভিতর পিঞ্জরে।

হৃদয় পাত্র পড়েনা গলে নষ্ট কথার দৌড়াত্বে,
মায়ার ছালে মোড়া যে আছে ঠিক বুকেরই মধ্যেতে।
হৃদয় পাত্র হয়না যে স্ফীত চাকচিক্যময় কথাতে,
মৃদু হেসে সব দূর করে দেই পায়না আঘাত ব্যাথাতে।

হৃদয় পাত্র নয় কভু দূর্বল পড়বে লুটে কর্তনে,
ভূ-লুন্ঠিত দেবোনা হতে রাখবো আগলে যতনে।
হৃদয় পাত্র বদলায় না যে রং থাকে সদা ঝকঝকে,
স্বার্থের তরে করিনা বিলীন পবিত্র মোর হৃদয় কে।