নিভু নিভু জীবন প্রদীপ এলো বুঝি ঐ ডাক,
সোনার সংসার চাইনা ছাড়তে দিবনা হতে খাক
আদর যত্নে সারা জীবন করলাম শরীর পুষ্ট,
কেমনে ছাড়ি সাধের ভব মন হয়নি মোর তুষ্ট।
কাড়ি কাড়ি সম্পদ আমার কিসের জন্য বলো?
ডাক্তার, বদ্যি আনো ডেকে সুস্থ করে তোলো।
সময় এখন নয়কো যাওয়ার অনেক কিছু বাকি,
বাড়ি, গাড়ি, টাকা, কড়ি সামলে আগে রাখি।
এত মায়ার সম্পদ আমার লুটবে নাকি ভূতে?
বিরাজ করবো জগৎ সংসার, অতঃপর মোর পুতে।