থাকবো না আর জিম্মি হয়ে, ছিঁড়বো টেনে শিকলটাকে বাজাবো আজ অশনির ঢোল, নিয়তির এই ঘূর্ণিপাকে,
মানব কুলে জন্ম যে মোর, নয়তো মহীরুহ
সকাল সাঁঝে কষ্ট কেনো সইবো অহরহ?
শাসনের এই যাঁতাকলে শ্রদ্ধা তলানীতে
সন্দেহেতে সুখ খেয়েছে, পারছিনা শ্বাস নিতে,
বিজেতা কে চিনবো যে আজ, অচীনপুরে গিয়ে
হাঁড়ির খবর জানবে সবে, লেজে গোবর মেখে।
চুল বেঁধেছি, ভাত রেঁধেছি, ধরবো এবার অস্ত্র
নারীর ইজ্জত আনবোই কেড়ে, হবো না বিবস্ত্র,
তরিত বেগে শুধরাও বাবু, যদি আখের বুঝো
কুক্রিয়াকে দিয়ে বলি, শান্তির জীবন খুঁজো।
বিঃদ্রঃ- আমার এই কবিতাখানি সকল নির্যাতিতা, নিপিড়িতা, লাঞ্ছিতা, সংগ্রামী নারীদের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো।