ক্যানরে গগন ডাকিস আমায়
করে নানান ছল?
ছলের ঘড়ি হয়েছি পার
নামেনা আর ঢল।
ছায়াবীথি, তপ্ত মরু
ঝরনা ধারার জল,
কানে কানে গায় না রে গান
নিয়ে বুকে বল।
সারি সারি পাহাড়গুলো
মুখ ফিরিয়ে রয়,
হাতছানি আর দেয়না মোরে
নিরব ব্যথা বয়।
‘বউ কথা কও’ ডাকেনা আর
দুঃখ সকল সয়,
গেছে বুঝে এই জীবনে
সবই পাবার নয়।
রাত পোহালে সূয্যি হাসে
তোর কোলেতে ঐ,
চাঁদনী রাতে চাঁদের মায়ায়
আমার আমি কই!
গচ্ছিত আজ দমের ঘড়ি
কেউ যে কারো নই,
রঙিন জীবন ফেলে পিছে
একলা পড়ে রই।