ফেইসবুকে আজ স্ট্যাটাস দিসে,একখান পাত্রী চাই,
সেটা দেখে খুশী হয়ে বললাম আমি হাই।
মুখের মধ্যে ময়দা মেখে, দিলাম জে লো’র পোজ?
পোজের জোরে কত মানুষ, হয় যে মাতাল রোজ।
সুন্দর একটা সিভি লিখে, ইনবক্সে দেই নক,
ফ্রেন্ড রিকুয়েস্ট করো এক্সেপ্ট, আমার প্রফাইল লক।
ভালো জাতের মেয়ে আমি, তাইতো প্রফাইল লক,
পাত্রী আমি নয়তো মন্দ,করিনা বকবক।
ধার্মিক আমি খুবই বেশী, সামনে আসি না,
বিয়ের কথা হলে পাকা, দূর থেকে কই হ্যাঁ।
একাউন্ট নাম্বার দিয়ে দিছি, কাবিন জমা দাও,
মেসেঞ্জারে বলবো কথা,আদর করে যাও।
অনুগত থাকবো তোমার, আমি লক্ষী স্ত্রী,
ইউটিউব দেখে দেবো রেঁধে, পান্তা ভাতে ঘি।