দাঁড়াও হে পথিক-বর, একটু দাঁড়াও,
কালের গর্ভে বিলীন হওয়া একটুখানি সময়,
আমায় তুমি দিয়ে যাও।
যে সময় তুমি কাটিয়েছো
তাফালিং আর মরিচীকার পিছনে।
যখন তোমার জীবন ছিলো তেজস্ক্রিয়ায় ভরা,
জমকালো অন্ধকারে যে তুমি ডুবে যেতে চেয়েছিলে।
সেই সময়, সেই সময় তুমি আমাকে একটু দিয়ে যাও।
পৃথিবীর বুক আজ আমার অস্তিত্বকে অস্বীকার জানায়,
তাই আমি বারবার হারিয়ে যাই একাত্তরের সেই দিনে।
আর হারিয়ে যাই প্রজাপতির ভাবনা ভেঙ্গে
অনন্ত নক্ষত্রের জগতে।
তাই তোমাকে বলি,
একটুখানি সময় আমায় তুমি দিয়ে যাও
আমি ফিরে যেতে চাই সেই একাত্তরে
আমি ফিরে পেতে চাই আমার অস্তিত্বকে।
বিঃ দ্রঃ- ছাত্রজীবনের আবেগময় লিখিত খাতা থেকে
তুলে আনা।