কইরে দাদা কোথায় গেলি,
কোথায় আছিস্ ঘাপটি মেরে?
খুঁজছি তোরে অলি গলি
হাসছিস্ আবার খিলখিলিয়ে?
মা বলেছে বাড়ি যেতে
সূয্যি মামা ডুবার আগে,
মন্ডা মিঠাই দেবে খেতে
থাকিস্ না আর দূরে, ভেগে।
মিনির দুটো পা ভেঙ্গেছিস্
হাঁটছে দেখি খুঁড়িয়ে সে,
ভাঙ্গছিস্ হাঁড়ি খেজুর গাছের
পড়ছে যে রস চুয়ে চুয়ে।
পাচ্ছেনা মা খুঁজে তাহার
বাবার দেয়া ঘড়ি খানা,
এটা যে তার খুবই শখের
বিলেত থেকে যত্নে আনা।
দাদু বুঝি পাগল হলো
ছুটছে যে সে এদিক সেদিক,        
শিয়রে তার পুটলি ছিলো
গায়েব নাকি পুরো ম্যাজিক!
আমার জন্য কিনে আনা
নতুন রঙ্গীন জামা খানা,
দেখে লাগে পুরান ত্যানা
যায়না যে আর মোটেই চেনা।
দাদারে তুই কোথায় গেলি?
আয় না চলে তাড়াতাড়ি
নাটের গুরু তুই যে জানি
তবুও, চল ফিরে বাড়ি।

     সঞ্জয় কর্মকার
            👇🏼
দাদা গেছে নদীর ঘাটে
বরশি ফেলে ফাঁদ,
আসবে না সে সাফ কথা তার
যতই বুড়ি কাঁদ।
চিংড়ি, পুঁটি, চাপলা মাছের
চিকনা চিকন পুল,
ডাকতি এলেই গাট্টি খাবি
করিস্ না রে ভুল।
দোয়েল, কোয়েল, শ্যামার ডাকে
বন বাদাড়ের খেলা,
ঠিকই যাবে বাড়ির পানে
সাঙ্গ হলে বেলা।

    হাজেরা কোরেশী অপি
               👇🏼
তাই যদি দাদা থাকে তোর মনে
শুনরে পাতিয়া তোর দুই কান,
মায়ের সেই অনল, চরম রোষ থেকে
বাঁচবেনা যে তোর সাধের প্রাণ।
চাবকে ই পিঠের চামড়া যে তুলবে
হাড্ডি থাকবে না তো আস্ত,
হালকার উপর যে ঝাপসা ই মারবে
থাকুক না যত সে ব্যস্ত।
ভুলে কি গেছিস কত কাহিনী
রেখে এসেছিস বাড়িতে?
নিয়ে যদি যাস্ মাছের বাহিনী
উঠবেনা মায়ের হাঁড়িতে।
দাদুর চোখে তুই মস্ত বড় চোর
নিজামের মতো ই ডাকু,
কেমনি যে গায়েব করলি তার পুটলি
পাচ্ছেনা ভেবে মোর কাকু।
বাদ ই দিলাম মোর জামার কথাটা
তাহার মূল্য যে খুব অল্প,
ও দাদা রে তুই ঘরে ফিরে যা
বাড়াস নে যে আর তোর গল্প।

মোহাম্মদ আব্দুস সোবহান রুসাফী
                 👇🏼
দুষ্টু দাদা ছড়িয়ে কাদা
মাছ ধরছে ডোবায়,
বোনটি তার ফুলফুলি
নানা রঙ্গের ফুল তুলি
যত্ন করে গুছিয়ে রাখে খোঁপায়।

     হাজেরা কোরেশী অপি
                 👇🏼
ধরিস না মাছ ডোবায় রে দাদা
চল ফিরে চল বাড়ি,
এবার যদি না শুনিস কথা
সত্যি দিবো আড়ি।

মোহাম্মদ আব্দুস সোবহান রুসাফী
                 👇🏼
আসবো ফিরে বোনটি ওরে
সাজিয়ে রাখ পায়েস, ক্ষীরের থালা
তা না হলে বাড়িতে গিয়ে
তেল বেগুনে বাড়িয়ে দিবো জ্বালা।

     হাজেরা কোরেশী অপি
              👇🏼
ঘরে তো আগে আয়রে দাদা
দেখবি মায়ের ঝাল,
তেলে বেগুনে জ্বলার আগে
উঠবে পিঠের ছাল।

মোহাম্মদ আব্দুস সোবহান রুসাফী
                  👇🏼
তোর দুষ্টু দাদা আমি
আর করবোনা দুস্টামী,
এই ধরেছি কান
ওরে বুবুজান,
নে ডেকে নে ঘরে
মা কে রাজি করে।

হাজেরা কোরেশী অপি
                👇🏼
আমার দাদা ভয় পেয়েছে
ধরেছে তার কান,
আচ্ছা দাদা বলবো মাকে
করবে না আর মান।
আয় চলে আয় ঘরে এবার
সুবোধ বালক হয়ে,
রাখা আছে থালা ক্ষীরের
পাবি মজা খেয়ে।

    কবীর হুমায়ূন
           👇🏼
দাদারা হয় দষ্টু এমন
ঠিক আমারই মতন,
তোমার মতন লক্ষ্মী দিদি
করবে তাদের যতন।
খুবই ভালো হলো ছড়া
ছন্দে কিছু ভুল,
ছন্দ কথা সঠিক হলে
হবে যে অতুল।
শুভ কামনা করে যাই
অপি দিদি ভাই,
এমন তরো মজার ছড়া
আরো বেশী চাই।

বিঃদ্রঃ- আমার এই “দুষ্টু দাদা” ছড়াতে তিনটি দুষ্টু দাদা পেলাম। তাই তাদের সবাই কে আমার পাতায় পরম যত্নে বন্দী করে নিলাম। আর প্রিয় এবং শ্রদ্ধেয় কবি, কবীর হুমায়ূনের পরামর্শে আমার ছড়া টি নতুন করে সম্পাদনা করে নিলাম। আশা করি সবার ভালো লাগবে।