বছর তোমায় জানাই বিদায়
অশ্রু সিক্ত চোখে,
আজীবনের শিক্ষা পেলাম
তোমার সাথে থেকে।

হাসি ছিলো, কান্না ছিলো
ছিলো দুঃখ, কষ্ট,
তবু আজো আছি টিকে
হইনি পথভ্রষ্ট ।

পুরো বছর জীবন থেকে
চলেই তো গেলো,
আগামীর দিন যাবে কেমন
রব ই জানেন ভালো।

কারোর ই তো নাই যে সাধ্য
ভবিষ্যত কে জানা,
উপরওয়ালার কৃপায় বাঁচি
তাঁর কাছে চাই পানাহ।

যা পেয়েছি, যা খোয়েছি
শুকুর গোঁজার করি,
সবই ঘটে তাঁরই ইচ্ছায়
মিছে ভাবনায় মরি।

অতীত গুলো প্রাপ্তি জেনে
আশায় বুকটা বাঁধি,
ভবিষ্যতের ভালোর জন্য
শুদ্ধ মনে কাঁদি।

ঘুমের পরে সকাল হলে
রবির আলো পাবো,
অন্ধকারে রাত ফুরোলে
নিথর পড়ে রবো।

নাই ভরসা এক নিমেষের
কিসের হানাহানি!
এসো সবাই হাত মিলিয়ে
দূর করে দেই গ্লানি।