কষ্ট আহা কষ্ট ভীষণ
কষ্ট কাব্য লিখায়,
তরতাজা সব মানুষগুলো
পুড়ছে অগ্নি শিখায়।

‘ও ময়না তুই ফ্যাক্টরিতে
ক্যানরে গিয়েছিলি?
যাবে ঘুচে দুঃখ সকল
তাই কি ভেবেছিলি?’

‘ময়নারে তুই আয় না ফিরে
চাইনা কিছু আমি,
তরে ছাড়া কেমনে মাগো
বাঁচবো দিবাযামী?’

‘ভাই গো আমার নাইরে সময়
বাঁচবোনা আর প্রাণে,
দুই মাসের ঐ বাচ্চাটারে
রেখো মায়ার টানে।’

সদর দরজা সিলগালা ভাই
কামলা কামাই করে,
দু’মুঠো ভাত সোনার হরিণ
জীবন বাজি ধরে।

কুক্ষিগত করে অসুর
অসহায়ের স্বপ্ন,
চুটকি মেরে দিলো বুজে
তাজা প্রাণের রত্ন।

কষ্ট আহা ভীষণ কষ্ট
সয়না দারুণ চোখে,
মরণযাত্রীর আহাজারি
খামচে ধরে বুকে।

উৎসর্গ :- নারায়নগঞ্জের অগ্নিকান্ডে হতাহতদের ।