দুই আখরে নামটি আমার
ভানুমতির খেল,
আমায় পেতে কত মানব
মারে জবর তেল।
নারিকেল তেল, সরিষার তেল,
সয়াবিন তেল নয়,
জিহ্বা দ্বারা তৈরী যে তেল
মুখের ভেতর রয়।
যখন আমার হয় আগমন
একে অন্যের ভাই,
ধনী-গরীব এক কাতারে
কোনও ফারাক নাই।
ধনীর বাড়ির ফটক থেকে
গরীবের দরজায়,
ঠকঠকিয়ে জানায় আর্জি
করজোড়ে চায়।
কেউবা করে বদল তাদের
চিরচেনা রূপ,
বাতাসেতে দেয় ছড়িয়ে
ছু মন্তরের ধূপ।
ব্যবসা তখন উঠে জমে
বাজার সরগরম,
চতুর্দিকে পাগলা হাওয়া
যায় না কেহ কম।
আমার লোভে টাকা তখন
হাতের ময়লা হয়,
চুপিসারে আমায় কিনে
করে না তো ভয়।
আমায় পেতে রাখে মুখে
মেকি হে হে হে,
সবার কাছে প্রশ্ন আমার
বলো আমি কে?
বিঃদ্রঃ- অনেকদিন পর আবার ধাঁধার কবিতা নিয়ে হাজির হলাম। কেউ যদি উত্তর দিতে চান মন্তব্যের ঘরে দিতে পারেন। চেষ্টা করতে দোষ কোথায়!