একে বেঁকে খিলখিলিয়ে
চলি ধরার মাঝে,
আবেগিমন কাছে আসে
সকাল, বিকাল, সাঁঝে।

সম্মুখপানে চলি ছুটে
বুকে বয়ে জ্বালা,
পিছন ফেরার নাইতো সুযোগ
সদর দরজা তালা।

আমার কূলে কেউবা এসে
বুনে সাধের আশা,
কখনো দেই পন্ড করে
হই যে সর্বনাশা।

কেহ আবার থাকে বেঁচে
আমায় পুঁজি করে,
আমার ঘরে হানা দিয়ে
নিজের কোঁচড় ভরে।

ষোড়শীতে যৌবনবতী
পৌড়ত্বেও জবর,
আমায় ভুলা নয়তো সোজা
নেয় যে আমার খবর।

জীবনপ্রদীপ গেলে নিভে
তবু ভালোবাসে,
সবার কাছে প্রশ্ন আমার
বলে তো আমি কে?


আবারো নিয়ে এলাম ধাঁধা কবিতা। সবাই চেষ্টা করে দেখুন সঠিক উত্তর দিতে পারেন কি না।😁