ভয়ংকর এক নাম যে আমার
সবাই আঁতকে উঠে,
নামের ছায়া পড়লে কভু
এদিক ওদিক ছুটে।

ভালো মোটেই বাসেনা কেউ
সদা ভয়ে থাকে,
কেমনে আমায় পিছ ছাড়াবে
সেই স্বপ্নই আঁকে।

পিছ ছাড়ানো যাবেনা গো
আমি চিরসত্য,
খাতা পত্র দেখো ঘেঁটে
পাবে সঠিক তথ্য।

হঠাৎ এসে দেই হাজিরা
ধারিনা ধার কারো,
বিনা বাক্যে কাজ সেরে যাই
চাইযে আমার আরো।

তুমি যদি সামনে হাঁটো
আমি হাঁটি পিছে,
সবার কাছে প্রশ্ন আমার
বলো তো আমি কে?


বিঃদ্র :- আবার নিয়ে এলাম ধাঁধার কবিতা, সাথে পুরস্কারের প্রতিশ্রুতি। সঠিক উত্তর দাতার জন্য থাকবে  বিশেষ পুরস্কার। একের অধিক সঠিক উত্তরদাতা হলে নাম লটারী করে নিব।😁