বানের জলে যাচ্ছে ভেসে
সিলেট জেলা ওরে,
কাদা-পানির মাখামাখি
সিলেটবাসীর ঘরে।
হাঁটু থেকে কোমর পানি
কারো উঠোন জুড়ে,
মাছের সাথে সাপ ও বিচ্ছু
বিনা দ্বিধায় ঘুরে।
নারী- পুরুষ, কোলের শিশু
পশু থেকে পাখি
বানের তোড়ে খাচ্ছে খাবি
যাচ্ছেনা কেউ বাকি।
কত জীবন হলো সাঙ্গ
সলীল সমাধিতে,
সঠিক তথ্য আজও জানি
পারবেনা কেউ দিতে।
স্মরণকালের ভয়াবহ
গজব বলে মানি,
সৃষ্টিকর্তা নয়তো খুশি
মোদের উপর জানি।
পাপের বোঝা পিঠের উপর
করেছি ভাই লালন,
সেই পাপ আজ পোক্ত হয়ে
করছে মোদের পালন।
সৃষ্টিকর্তা তাইতো নারাজ
দেখছেন না মুখ তুলে,
তওবা বিনে পাবোনা মাফ
শুনো কানটি খুলে।
ইমানদারদের জন্য হলো
পরীক্ষার ঐ ক্ষণ,
দুঃখ, কষ্ট, ক্লেশে ফেলে
দেখছেন তাদের মন।
পাপী-তাপী, সাধু- দরবেশ
সবার একই আশা,
রব গো তুমি নাও তুলে ঐ
গজব সর্বনাশা।
আসুন আগে সবাই মিলে
করি তওবা খাঁটি,
হয়তো তখন পাবে রক্ষা
সিলেট জেলার মাটি।
দৃঢ় চিত্তে পাপের বোঝা
দেই ভাসিয়ে বানে,
তবেই পাবো রবের সাড়া
বাঁচবো সবাই প্রাণে।