হৃদ মাঝারে ধর্ম চিন্তা
কুটুর কুটুর করে,
পাগল লোকে কেনো যে ছাই
ধর্ম তরে মরে!
গভীর মনে বসে ভাবি
কপোলেতে দুই হাত,
ধর্ম বিনে ধরণীটা
করব-ই বাজিমাত।
মানব ধর্ম বড় ধর্ম
দিব প্রমাণ করে,
ধর্ম ছাড়াই আলোর রশ্মি
জ্বালব ঘরে ঘরে।
হঠাৎ করে পেলাম যে টের
পড়ল পাছায় লাথি,
সাহস রে তর জবর দেখি
উঠিস কিসে মাতি?
কানটি মলে বললো কেহ
খুইয়েছিস কি মতি?
তুললে পটল কোন ধর্ম তোর
করবে রে সদগতি?
থাকতে পরান নাম বলে যা
করিসনে আর দেরী,
সবাই পাবে রক্ষা তখন
করবেনা লাশ ফেরি।
নইলে কিন্তু আছে খবর
শবটা রবে পড়ে,
ধর্ম ছাড়া বেক বাবারা
দেখবেনা গো ধরে।
আচমকা এক শব্দ কানে
আসলো কোথা থেকে,
চক্ষু মেলে দেখি চেয়ে
গেছে মাজা বেঁকে।