দেখে এলাম সূচনা এক কালজয়ী অধ্যায়ের
হলাম সাক্ষী বর্বরতা নির্লজ্জ সব অন্যায়ের।
বুকের মধ্যে জমাট কথা,তুলতে আওয়াজ ভয় যে পাই
নাকের ডগায় মাছি ভনভন, হাতটি তুলার সাহস নাই।
জীব হয়েও জড়ের খাতায় নামটি আমি ঠিক লিখাই
পাছে লোকে কিছু বলে, এই ভয়েতে ভিরমি খাই।
মানুষ, গোরু, বনের পশু সবকিছু আজ এক লাগে
চুপ সাগরে ডুব দিতে তাই প্রাণটি নিয়ে সব ভাগে।