কাজের চাপে ধরার মাঝে যতই ব্যস্ত থাকি,
সুযোগ পেলে কলম হাতে করি খুঁচো খুঁচি।
মনটা থাকে লেখায় পড়ে নয়কো সেটা মেকি,
আউলা মাথায় ঢুলু চোখে আবোল তাবোল লেখি।
কলম লাগে বেজায় ভারী হাতখানা যায় নুয়ে,
খাতায় মাথা দিয়ে দেখো দিব্যি আছি শুয়ে।
নাকটা ডাকার শব্দ শুনে চমকে উঠে বলি,
কিছুই তো নাই রে মনে স্বপ্নে গেছে চলি।
ধেৎতেরি ছাই বন্ধ করি লেখালেখির পালা,
সকাল হলে খুলবো ঝুড়ি গাঁথবো লেখার মালা।
সকাল হলে কাজের চাপে এতই ব্যস্ত থাকি,
মিলাতে সব খাপে খাপে চুলোয় লেখালেখি।