ভ্রান্ত পথে হাঁটছি কেহ
পথের দিশার পরোয়া নাই,
ওয়াসওয়াসাতে দখল দিলো
পুরো জনমের আত্মাটাই।

আসল নকল ফারাক কোথায়!
মেকির বাজার রমরমা তাই,
অন্ধের দেশে আয়নার কদর
করবে কি কেউ কখনো ভাই?

ছেনি- বাটাইল হাতে নিয়ে
চক্ষুর ছানি খুলে দিয়ে,
সঠিক পথে চলো আজি
হাতটা মিলাই হাতে গিয়ে।