অনু কাব্য ২

চ - চাহে চিকনি চামেলী, চকোরও চিত্তচোরা,
ছ - ছিলো ছুকরীর ছায়ায়, ছিলো ছুতারেরও ছোঁড়া,
জ - জন্মে জন্মান্ধ, জড়জগৎ জানে জিরজিরে,
ঝ - ঝাপে ঝমরঝমর, ঝড়ঝাপটা ঝরে ঝিরঝিরে।


               অনু কাব্য ৩

ট - টানে টাকার টাকরা, টুনি টোকায় টিপেটিপে,
ঠ - ঠেঙ্গায় ঠাঁট-ঠমকে, ঠগী ঠগায় ঠারে- ঠোরে,
ড - ডাকে ডাকাত, ডাইনি, ডুবুরী ডোবাতে ডুবে,
ঢ - ঢাকে ঢাকাই ঢালে, ঢুলীদের ঢোলক ঢপঢপে।