মায়াবী এই ভব ছেড়ে চলেই যেতে হবে,
আমার আমি সবার মাঝে স্মৃতি হয়ে রবে।
থাকবে তোলা আলমারিতে আমার কাপড়গুলো,
রইবে পড়ে অনাদরে জমবে তাতে ধুলো।
হয়তো বর্ষের একটি দিনে পড়বো কারো মনে,
আমায় নিয়ে স্মৃতিচারণ করবে দুই একজনে।
নামী দামী আসবাবপত্র লেইটেস্ট ফ্যাশনের বাথ,
শেষ গোসল কি সেথায় হবে! ভেবে করি পার রাত।
আঁকড়ে আছি জগতের সব যক্ষের ধনের মতো,
সংঙ্গে কি হায় যাবে সেসব হইলে পরে গত!
যা কিছু আজ আমার ভোগে করবে অন্যে দখল,
শূণ্য দু’হাত সাদা কাপড় গরীবের শেষ সম্বল।
কিসের আশায় কান্দো রে মন কিসের এত মায়া!
জন্মে শুরু ইতি মরণ ছাড়লে পরাণ কায়া।