চাঁদের আলোয় কাটি সাঁতার
চাঁদের আলোয় হাসি,
রূপালী ঐ চাঁদের মায়া
হয়না কভু বাসি।
চাঁদে বসে চরকা কাটে
থুত্থুড়ে এক বুড়ি,
নানি দাদির মুখে শুনা
গল্প ঝুড়ি ঝুড়ি।
চাঁদযে আমার হয়গো মামা
মায়ের হয়না কেহ,
চাঁদের সাথে ভাবখানা খুব
এক আত্মা দুই দেহ।
চাঁদের কণা ঝিলিক মারে
শান্ত দিঘীর জলে,
চাঁদনি রাতে মনের কোণে
বরফ নদী গলে,
ফুরফুরে মন যখন তখন
রয়না টিকে ঘরে,
নাইওর যাব চাঁদের দেশে
চাঁদের পাল্কি চড়ে।
চাঁদের প্রেমে পাগল জানি
পুরো বিশ্ববাসী,
চাঁদের সাথে মিতালী মোর
চাঁদকে ভালোবাসি।
তাইতো আজি করেছি পণ
গড়ব চাঁদে বাড়ি,
তল্পিতল্পা বেঁধে দিব
চন্দ্রলোকে পাড়ি।