এই আসরের কবি যে তিনি
গণ্য মান্য জানি,
পরিচয় আমার অল্প দিনের
শ্রদ্ধেয় বলে মানি।

ছোট বড় সবার লেখা
পড়েন আগ্রহ ভরে,
মন্তব্যেও পিছপা হন না
লেখেন যত্ন করে।

জোরে জোরে পড়েন তিনি
শুনেন দু’কান দিয়ে,
সুর ও ছন্দে বাঁধলে কানে
জানান মন্তব্যে গিয়ে।

হাজারের ও বেশী লেখা উনার
ছেপেছেন এ আসরে,
যতই তারিফ করিনা কেনো
পারবোনা শেষ করে।

খোলা মনের মানুষ যে তিনি
বলেন সত্যি কথা,
খুললে উনার লেখার জুড়ি
দেখিনা হেথা হুথা।

পঞ্চাশের কোঠা পার করেছেন
তবুও নবীন প্রাণে,
প্রশ্ন আমার সবার কাছে
বলুন তো উনি কে?


বিঃদ্রঃ- দেখিতো কতজন কবি এই ধাঁধার সঠিক জবাব দিতে পারেন। আর কতজন সুকৌশলে এড়িয়ে যান। যারা অনেকদিন ধরে এই আসরে আছেন, তাদের জন্য কঠিন হবার কথা না।