তিন অক্ষরের নামের সাথে আছি আমি মিশে,
কত মানুষ হার মেনেছে গত বছর বিশে?
লেজটা যদি ঝেড়ে ফেলি, নিরীহ হয়ে যাই,
মাঝে মধ্যে হিংস্র হয়ে মানুষ ধরে খাই।
মাথা টাকে ফেললে কেটে, দূরে সটকে পড়ি,
ভ্রমণকারী দল বেঁধে সব দেখে আসে ঘুরি।
তুচ্ছ আমি নই যে মোটে, রেখো আমায় যত্নে,
সবার কাছে প্রশ্ন আমার বলো তো আমি কে?