বলতে পারো?
গভীর রাতে কাব্য কেনো
চড়ে আমার কাঁধে?
উঁকিঝুঁকির খেলা খেলে
বাহারি সব স্বাদে।

ক্লান্ত দেহ ঝাপসা মনন
আঁখি ঘুমে ঢলে,
আমার রাজ্যে চলো বন্ধু
হঠাৎ এসে বলে।

ধনকুবেরের উঠোন থেকে
হারান মাঝির নায়ে,
এক নিমেষে পৌঁছিয়ে দেয়
চায়না ডানে বাঁয়ে।

বলতে পারো?
কাব্য কেনো রাত বিরেতে
সদা আমায় জ্বালায়?
ঘুমের দেশের স্বপ্নপরী
সাজিয়ে রাখে থালায়।

কি যে মজা কাব্য সুধা
টক ঝাল আর মিষ্টি,
আউলা মনে মিটাই পিয়াস
না খুলেও দৃষ্টি।

প্রভাতকালে ভ্রান্তি শোধে
ছিলো মরিচীকা,
ধ্যেততেরি ছাই হলোনা আর
সাধের কাব্য লিখা।